কারাগার থেকে মুক্ত হয়ে যা বললেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন
আল্লু অর্জুন © সংগৃহীত

ভারতের হায়দ্রাবাদের এক থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়ে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুর ঘটনা ঘটে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে এই ঘটনায় দেশটির পুলিশ দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে। নানা রকম ঝামেলার পর জামিন পেয়েছেন এই নায়ক। তবে ততক্ষণে ভারতের চঞ্চলগুড়া জেলে তিনি। রাতটা সেখানেই কাটান পর্দার পুষ্পা রাজ। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে বের হয়েছেন আল্লু অর্জুন। তিনি বলেন, ‘আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব।’

অভিনেতা আরও বলেন, ‘মৃতার পরিবারের প্রতি আমি সমব্যথিত। পুরো ঘটনায় খুবই শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব।’

এদিকে আল্লুর গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সহশিল্পী রাশমিকা মান্দানাও। তিন বলেন, ‘আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। এক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার মৃতার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’

এর আগে চলতি মাসের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী ভক্তের। সেই মর্মান্তিক খবর আল্লুর কানে পৌঁছতেই ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি অর্থ সাহায্য করেছেন অভিনেতা। 

শুধু তাই নয়, মৃত নারীর ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার। তবে আজ এই ঘটনার কারণে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন। দক্ষিণী সুপারস্টার গ্রেপ্তার হওয়ার পর হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

হায়দরাবাদে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকি, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী এক নারী। তার ৯ বছরের ছেলেও গুরুতর আহত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।