ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে পড়ে ছিল তরুণীর গুলিবিদ্ধ মরদেহ

অপরাধ ও শৃংখলা
ঘটনাস্খলে পুলিশ ও স্থানীয় লোকজন

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল আটটার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস লেনে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন।

পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে। গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের নিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আশপাশের ফুটেজ সংগ্রহ করে তদন্তের কাজ শুরু হয়েছে।