২৫,০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে যাতায়াতসহ নানান সুবিধা

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিচ্ছে আরএফএল গ্রুপ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি এক্সপোর্ট বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগে মঙ্গলবার (৫ নভেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত ২৫ হাজার টাকা বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);

বিভাগ: এক্সপোর্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ২৫,০০০ টাকা; 

অন্যান্য সুযোগ-সুবিধা—

*যাতায়াত সুবিধা;

*ভ্রমণ ভাতা;

*পারফরম্যান্স বোনাস;

*ক্রেডিট কার্ড সুবিধা;

*প্রভিডেন্ট ফান্ড;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি);

*প্রাণ আরএফএল আউটলেটে ক্রেডিট ক্রয় সুবিধা;

*মোবাইল বিল;

আরও পড়ুন: বিইউপিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি নিয়োগে বড় বিজ্ঞপ্তি, আবেদন নির্দিষ্ট ফরমে

বয়সসীমা: ন্যূনতম ২২ বছর হতে হবে; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদনের যোগ্যতা—

*মার্কেটিং/অ্যাকাউন্টিং/ফিন্যান্সে এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*রপ্তানি আইন, বাণিজ্য চুক্তি, রপ্তানি ও আমদানিকারক বিষয়ে জ্ঞান থাকতে হবে;

*প্রয়োজনীয় রপ্তানি ডকুমেন্টেশন প্রস্তুত বিষয়ে দক্ষতা থাকতে হবে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়; 

কর্মক্ষেত্র: অফিসে; 

কর্মস্থল: বাড্ডা, ঢাকা ;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ ডিসেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

সূত্র: বিডিজবস ডটকম