বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে ৪৭ পদে চাকরি, দেবে আবাসন ও যাতায়াত সুবিধা

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি
বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি ৪টি শাখায় ৪৭ কর্মী নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ;

মেডিকেল শাখা—

১. পদের নাম: মেডিকেল অ্যাসিসট্যান্ট (মহিলা);

পদসংখ্যা: ১টি;

বেতন: ১২,৫০০—৩২,২৪০ টাকা  (গ্রেড-১১);

আইটি শাখা—

 ২. পদের নাম—

ক. আইটি সাপোর্ট ম্যানেজার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা  (গ্রেড-১০);

খ. আইটি টেকনিশিয়ান; 

পদসংখ্যা: ১টি;

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা  (গ্রেড-১৪);

হিসাব শাখা—

পদের নাম: অফিস সহকারী কাম হিসাব সহকারী;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

প্রশাসনিক শাখা—

ক. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর; 

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

খ. সহকারী স্টোর কিপার; 

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

গ. রিসিপশনিস্ট (মহিলা); 

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

ঘ. অফিস সহায়ক; 

পদসংখ্যা: ৭টি;

বেতন: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

ঙ. আয়া; 

পদসংখ্যা: ১০টি;

বেতন: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

চ. নিরাপত্তাকর্মী/নৈশপ্রহরী; 

পদসংখ্যা: ১২টি (পুরুষ ৮টি এবং মহিলা ৪টি);

বেতন: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

ঙ. পরিচ্ছন্নতাকর্মী; 

পদসংখ্যা: ৮টি (পুরুষ ৪টি এবং মহিলা ৪টি);

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

বয়স: ১ অক্টোবর ২০২৪ তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদন ফরম ডাউনলোড—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন;

আবেদন যেভাবে—

দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ, প্লট ২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ডাকঘর: গুলশান, ঢাকা ১২২৯ বরাবর পাঠাতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি হিসেবে গ্রেড নম্বর ১০ এবং ১১-এর প্রার্থীদের ৫০০ টাকা, ১৪ থেকে ১৬ নম্বর গ্রেডের ৩০০ এবং ১৯ ও ২০ গ্রেডের প্রার্থীদের ২০০ টাকা বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ, প্লট ২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ডাকঘর: গুলশান, ঢাকা ১২২৯ বরাবর পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ নভেম্বর ২০২৪;

সুযোগ-সুবিধা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—