নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া চিএনজি অটোরিকশা

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক-যাত্রীসহ ছয় জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।’

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, শিবপুরের ইটাখোলা মোড় থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদী যাচ্ছিল। পথে পচারবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয় জন নিহত হন।