
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় যুবলীগ নেতা আফসার গ্রেপ্তার
- ২৩ অক্টোবর ২০২৪, ২০:২০

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার ওরফে পানতা আফসারকে গ্রেপ্তার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ছাগলনাইয়া বর্ডার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) তাকে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, গ্রেপ্তার নুরুল আফসার বাঁশপাড়া গ্রামের মৃত সিরাজউদ্দৌলার ছেলে।