ঝালকাঠিতে ১৩০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০

ঝালকাঠিতে ১৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাদল শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ঝালকাঠি শহরের এলজিইডি ভবনের সামনের সড়ক থেকে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) তাকে আটক করে।
বাদল শেখ পিরোজপুরের এজাজপুর গ্রামের সোবাহান শেখের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম উদ্দিন।
ডিবি ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের প্রবেশদ্বার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে জনসম্মুখে তার দেহ তল্লাশি চালিয়ে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।