আরএফএল গ্রুপে চাকরি, পাবেন যাতায়াত সুবিধাসহ নানান সুবিধা

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি
ডেপুটি ম্যানেজার নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগে মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। নিয়মিত বেতনের বাইরেও যাতায়াত সুুবিধাসহ নানান সুবিধা দেবে নির্বাচিত প্রার্থীদের। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

পদের নাম: ডেপুটি ম্যানেজার;

বিভাগ: অপারেশনস (বাইক);

পদসংখ্যা: ৫টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা

*যাতায়াত সুবিধা;

*প্রভিডেন্ট ফান্ড;

*লভ্যাংশ বোনাস;

*ইনস্যুরেন্স সুবিধা;

*মোবাইল বিল;

*ট্যুর ভাতা;

*পারফরমেন্স বোনাস;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*দুপুরের খাবার সুবিধা (আংশিক ভর্তুকি);

*উৎসব ভাতা বছরে ২টি;

আরও পড়ুন: সরাসরি মৌখিক পরীক্ষা নিয়ে চাকরি দেবে আবুল খায়ের টোব্যাকো

শিক্ষাগত যোগ্যতা: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: ন্যূনতম ২৮ বছর;

অভিজ্ঞতা: ন্যূনতম ৪ বছর;

কর্মস্থল: হবিগঞ্জ ও রংপুর;

কর্মক্ষেত্র: অফিসে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ নভেম্বর;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।