ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবসে ছাত্রদলের শ্রদ্ধা
- ২৬ আগস্ট ২০২৫, ১৫:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শোক দিবস উপলক্ষে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা জগন্নাথ হলের অক্টোবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার ১৫ (অক্টোবর) সকালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনায় হলের শিক্ষার্থী-কর্মচারীসহ ৪০ জন নিহত হন। এ ঘটনার পর থেকে দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়।