আইসিডিডিআরবিতে চাকরি, বছরে সাড়ে ৪ লাখ বেতন ছাড়াও নানান সুবিধা

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। প্রতিষ্ঠানটি প্রোগ্রাম অ্যাসিসট্যান্ট পদে জনবল নিয়োগে গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি);

পদের নাম: প্রোগ্রাম অ্যাসিসট্যান্ট;

পদসংখ্যা: ৮টি;

বেতন: বেতন ৪,৫১,৯৩০ টাকা (বার্ষিক);

অন্যান্য সুযোগ-সুবিধা

*প্রভিডেন্ট ফান্ড ১৪ দশমিক ৮ শতাংশ;

*সন্তান ভাতা ১,৯১৭ টাকা (প্রতি মাসে);

*স্ত্রী-সন্তানসহ সবার স্বাস্থ্যসেবা;

*গ্রুপ জীবন বিমা;

*খাবারে আংশিক ভর্তুকি (অফিস ক্যান্টিনে);

*যাতায়াত সুবিধা;

*উৎসব বোনাস;

আরও পড়ুন: আইসিডিডিআরবি ফিল্ড অ্যাটেনডেন্ট নিয়োগ দেবে ১০০ জন

যোগ্যতা ও অভিজ্ঞতা

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্র্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*টিবি স্ক্রিনিংয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে Apply Online বাটনে ক্লিকের পর দরকারি তথ্য প্রদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ অক্টোবর ২০২৪।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।