আরও দুই পরীক্ষা স্থগিত করলো পিএসসি
- ২৪ জুলাই ২০২৫, ১৪:২৩
বিসিএসের ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের ১ম অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ পরীক্ষা দুটি স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: পদত্যাগে প্রস্তুত পিএসসি চেয়ারম্যান-সদস্যরা, অপেক্ষা সবুজ সংকেতের
এর আগে ৪৪তম বিসিএসের ভাইভা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসি। তবে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখার কার্যক্রম চলছে। এই পরীক্ষাগুলো চলমান পরিস্থিতির কারণে প্রথমে পেছানো হয়েছে, পরে স্থগিত করা হয়।