দ্রুত ফল প্রকাশের দাবিতে ১৮তম নিবন্ধনের পরীক্ষার্থীদের মানববন্ধন

১৮তম নিবন্ধন
দ্রুত ফল প্রকাশের দাবিতে ১৮তম নিবন্ধনের পরীক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের দাবিতে নিবন্ধন অফিসের সামনে বিক্ষোভ করেছে নিয়োগ প্রত্যাশীরা। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে ইস্কাটনে এনটিআরসিএর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। 

কর্মসূচীতে ১৮তম নিবন্ধনের নিয়োগ পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানায় আন্দোলনকারীরা। এসময় তাদের হাতে আইনের বরখেলাপ, চলবে না চলবে না; অবৈধ বিশেষ গণবিজ্ঞপ্তি, মানি না মানবো না; ১৮ তমদের ছাড়া কোন গণবিজ্ঞপ্তি, চলবে না চলবে না; জাল সনদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক সংকট নিরসনে ১৮ তমদের অগ্রাধিকার দিতে হবে। একই সাথে ৬০ হাজার জাল সনদধারীদের চিহ্নিত করে তাদের নিয়োগ বাতিল করতে হবে। 

আরো বলেন, একটা নিয়োগ প্রক্রিয়া চলমান আছে এটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। এটি শেষ হওয়ার আগে আমরা কোন বিশেষ গণবিজ্ঞপ্তি চাই না। ৬০ হাজার শিক্ষক স্ব স্ব কর্মস্থলে বহাল আছে। এদের চিহ্নিত করে বের করে দিতে হবে।