ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক
- ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে বিজিবি।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির ১৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, সন্ধ্যা ৭টার দিকে গোয়াবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।
আটকের সময় তার সাথে একটি ব্যাগ থেকে পাসপোর্ট, ভারতীয় রুপি, বাংলাদেশী টাকা, ওষুধ, জাতীয় পরিচয়পত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়।