বরিশালসহ আরও দুই বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির
- ২৭ জুলাই ২০২৫, ১৭:৫১

বরিশালসহ আরও দুই বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. সাহাবুদ্দিন। বুধবার (৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।
পদত্যাগী উপাচার্যদের এ তালিকায় রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজম, ঢাকার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
মন্ত্রণালয় জানিয়েছে, এই পদত্যাগ পত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং পদত্যাগ করা ভিসিদের মূলপদে যোগদানের অনুমতি দিয়েছেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।