সম্মিলিত গণঅধিকার পরিষদ গঠনে সংবাদ সম্মেলনের ডাক

সংবাদ সম্মেলন
গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের চলমান বিভক্তি ও মতপার্থক্য দূর করার উদ্যোগ নিয়েছেন তৃণমূল কর্মীরা। তারা সম্মিলিত গণঅধিকার পরিষদ পুনর্গঠন করার লক্ষ্যে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। আজ শনিবার (৩১ আগস্ট) এ সংবাদ সম্মেলন করা হবে।

‘গণঅধিকার পরিষদের তৃণমূল কর্মীরা’ এ উদ্যোগ নিয়েছেন। তাদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের চলমান বিভক্ত মতপার্থক্য দূর করে, সম্মিলিত গনঅধিকার পরিষদ পুনর্গঠন করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্যোগে সংবাদ সম্মেলনের আহবান করা হচ্ছে।

আরো পড়ুন: ঢাবিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ‘গণধিক্কার ও ভাঙ্গার গান’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে শনিবার বেলা ২ টায় এ সংবাদ সম্মেলন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তৃণমূল কর্মীরা।