বিএনপির নাম ভাঙিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে : তারেক রহমান
- ২৭ জুলাই ২০২৫, ১৭:৫৭
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রংপুর বিভাগীয় জেলাগুলোর নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন : ৫ আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে বিশেষ দিবস ঘোষণার আহ্বান তারেক রহমানের
সভায় তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
জনগণকে সঙ্গে নিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনাও দেন তিনি।