
বন্যার কারণে কনসার্ট স্থগিত করলো বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন
- ২১ আগস্ট ২০২৪, ১৪:৫৫

দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত হতে যাওয়া আগামীকালের ‘র্যাপ কনসার্ট’ স্থগিত করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে ভূমিকা রাখা র্যাপারদের নিয়ে এ কনসার্ট হওয়ার কথা ছিল।
বুধবার (২১ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সমন্বয়ক রিফাত রশিদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার সময়, সবাই এগিয়ে আসুন।
এর আগে এক ঘোষণায় বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাপারদের নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যে কনসার্টের আয়োজনের কথা জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক।