বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া
ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেছেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর মঙ্গলবার (২০ আগস্ট) এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে তিনি বলেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭৯.২৫.১৯১.১১.৮২ মোতাবেক প্রজ্ঞাপনের মাধ্যমে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত ও পারিবারিক কারণে অদ্য ২০ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

আরো পড়ুন: ৫ম গণবিজ্ঞপ্তি: ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের সুপারিশে সম্মতি মন্ত্রণালয়ের

এ অবস্থায় তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি। এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য ও প্রক্টর আবদুল কাইউমের পদত্যাগের দাবি জানান।