শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা না নেওয়ায় লালবাগ থানায় অবস্থান ছাত্র-জনতার
- ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা না নেওয়ায় রাজধানীর লালবাগ থানায় অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। আজ শনিবার রাতে নিহত শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহের পরিবারের করা মামলা না নেওয়ার জেরে এই অবস্থান গ্রহণ করেন তারা।
এসময় সেখানে সেনাবাহিনীরও উপস্থিতি দেখা গেছে। রাত সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় সেখানে তাদের অবস্থান করতে দেখা গেছে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত খালিদের বাবা ছেলে হত্যার বিচার চেয়ে লালবাগ থানায় এসেছিলেন। কিন্তু থানা পুলিশ মামলা নিতে গড়িমাসি করে।
পরে বিষয়টি জানাজানি হলে ছাত্র-জনতা থানায় অবস্থান নেন। এসময় থানার ওসি খন্দকার হেলাল উদ্দিন থানা থেকে সটকে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।