
আইইউবির উপাচার্য-প্রক্টরের পদত্যাগ
- ১৫ আগস্ট ২০২৪, ২৩:৪২

ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) উপাচার্য অধ্যাপক তানভীর হাসান এবং প্রক্টর অধ্যাপক খসরু মোহাম্মদ সেলিম পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের বিভিন্ন দাবির মুখে তাঁরা একযোগে পদত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
২০২১ সালের ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের রুজভেল্ট ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের রলফ এ ওয়েইল এর সাবেক অধ্যাপক ড. তানভীর হাসান । দায়িত্ব গ্রহণের ৩ বছর ৬ মাসের মাথায় তাঁকে পদত্যাগ করতে হলো।
উপাচার্য এবং প্রক্টর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।