
প্রধান উপদেষ্টার প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম
- ১৩ আগস্ট ২০২৪, ০১:২২

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম। নিয়োগের বিষয়টি এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি জানিয়েছেন।
আজ সোমবার ( ১২ আগষ্ট) রাতে সাংবাদিক শফিকুল আলমের ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব পদটি খালি ছিল।
শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আমাকে প্রেস সচিব হিসেবে জয়েন করতে বলেন। এ প্রস্তাবে আমি খুবই সম্মানিত বোধ করছি। দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সেবা করার সুযোগ সৃষ্টি হলো। যদিও এখনো আমি নিয়োগ পত্র পাইনি, তবে আশা করি দ্রুত পেয়ে যাবো।
এসময়ে তিনি তার বর্তমান কর্মস্থল এএফফিকে কৃতজ্ঞতা জানান এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত বলে জানান।