বিনিয়োগ হারানো টেন মিনিট স্কুলের বিষয়ে পুনর্বিবেচনা করা হবে: নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম © সংগৃহীত

বিনিয়োগ হারানো টেন মিনিট স্কুলসহ স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইসিটি উপদেষ্ট বলেন, ‘টেন মিনিট স্কুলসহ যেসব স্টার্টআপ প্রতিষ্ঠান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারিয়েছিল, তাদের বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’

তিনি বলেন, নিজেদের প্রয়োজন ও সক্ষমতার মধ্যে কাজ করতে হবে। তরুণদের প্রশিক্ষিত করতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আইসিটি সেক্টরে পেছুর সম্ভাবনা রয়েছে। তাই এই সেক্টরে দুর্নীতি করার কোনও সুযোগ নেই বলেও জানান তিনি।

আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি মানবাধিকারের বিষয়। ইন্টারনেট বন্ধ করে মানুষকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করতে যেহেতু ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে তাই আজ রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় সাবেক প্রতিমন্ত্রীসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সকাল সাড়ে ৯টার পর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে যান তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান কর্মকর্তারা। পরে বিসিসি সম্মেলন কক্ষে বৈঠকে বসেন নাহিদ ইসলাম।