
ইআবিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক পালন
- ৩০ জুলাই ২০২৪, ২০:১১

কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহত ব্যক্তিদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণার অংশ হিসেবে শোক পালন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মসজিদে জোহরের নামাজের পর সহিংসতায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
এছাড়াও শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার জনাব এস. এম. এহসান কবীর, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরের প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।