মাদ্রাসা শিক্ষাকে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে সরকার। মাদরাসা শিক্ষাকে মূূলধারার সাথে যুক্ত করার কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা এখন ইমাম, মোয়াজ্জেম বা মুদাররিস হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হওয়ার সুযোগ পাচ্ছে।
শনিবার দুপুরে চট্টগাম নগরীর দারুল উলুম আলিয়া মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং ছাত্রদের সমাবেশে এসব কথা বলেন মাদ্রাসার গর্ভনিং কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম সুজন।
খোরশেদ আলম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ মাদ্রাসার পুরাতন ভবন ভেঙে নতুন বহুতল ভবনের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অচিরেই এর নির্মাণ কাজ শুরু হবে। নানা উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দারুল উলুম আলিয়া মাদ্রাসাকে তার গৌরবময় সোনালী অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
এই সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাহবুবুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ ও গবেষক তাহের ছোবহান, মাদ্রাসা গর্ভনিং কমিটির সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু।