বিএসিতে অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তির জন্য প্রথম আবেদন এআইইউবি’র

বিশ্ববিদ্যালয়
আবেদনপত্র জমা

বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে (বিএসি) অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তির জন্য প্রথম আবেদন জমা পড়েছে। মঙ্গলবার (২১ মে) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য এই আবেদনপত্র জমা করেছে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এই আবেদনপত্রটি গ্রহণ করেন। এ সময় কাউন্সিলের পূর্ণকালীন সদস্য ইসতিয়াক আহমদ এবং প্রফেসর ড. গুলশান আরা লতিফা উপস্থিত ছিলেন । 

এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিল সচিব প্রফেসর এ. কে. এম. মুনিরুল ইসলাম, অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদসহ অন্যান্য পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ সময়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর পক্ষে আবেদন জমা প্রদান করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. ফারহিন হাসান, সাথে উপস্থিত ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান নাফিজ আহমেদ চিশতী ও জনাব সুস্মিতা ঘোষসহ আইকিউএসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।