এমপিও আবেদন রিজেক্টের কারণ জানাতে হবে সংশ্লিষ্টদের

এমপিও
লোগো

বেসরকারি শিক্ষকদের এমপিওর আবেদন রিজেক্ট করা হলে তার কারণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উল্লেখ করতে হবে। আবেদন বাতিলের কারণ সন্তোষজনক মনে না হলে শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) বরাবর আবেদন করতে পারবেন।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, গত ১৯ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ সংশ্লিষ্ট আবেদন অনলাইনে স্ব স্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস/জেলা শিক্ষা অফিস / আঞ্চলিক কার্যালয় হতে শিক্ষক/কর্মচারীদের বিভিন্ন কারণে রিজেক্টকৃত আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান সরাসরি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ করছেন। এতে আবেদন রিজেক্ট হওয়ার বিষয়টি অস্পষ্ট থেকে যাচ্ছে। ফলে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। 

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এমপিও সংক্রান্ত আবেদন প্রযোজ্য জনবলকাঠামো ও বিধি বিধানের সাথে সাযুজ্যপূর্ণ না হলে তার সুস্পষ্ট কারণ উল্লেখপূর্বক অগ্রায়ণকারী কর্মকর্তা তা Reject করবেন। উক্ত Reject এর বিষয়ে আবেদনকারী সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট উপপরিচালক/জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর হার্ড কপিতে আবেদন করতে পারবেন। তবে অগ্রায়ণপত্রে Reject এর সুস্পষ্ট কারণ উল্লেখ থাকতে হবে।”