বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফারইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফারইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফারইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪’ । এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য জনাব শেখ কবির হোসেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রকীব আহমদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ট্রেজারার ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার, রেজিস্ট্রার মো. মশিউর রহমান, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মাহমুদুল হাছান, ডিন, ফ্যাকাল্টি অব  ল’র সহকারী অধ্যাপক রিসাত নূর এবং শিক্ষার্থীবৃন্দ।