১১ দিন চলবে না ভারতগামী ৩ ট্রেন
- ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪
আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের সময় ঠিক রাখতে এবং শিডিউল বিপর্যয় নিরসনে আন্তঃদেশীয় ৩ ট্রেন— মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই তিনটি ট্রেন ৭ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মোট ১১ দিন বন্ধ থাকবে।
সম্প্রতি ঢাকায় রেল ভবনের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান রেলওয়ের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার সাহাদাত আলী।
তিনি বলেন, আন্তঃদেশীয় তিন ট্রেন আগামী ৭ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে শুধু মিতালী এক্সপ্রেস (৩১৩২) ট্রেন জলপাইগুড়ি থেকে ১৭ এপ্রিল ছেড়ে আসবে। আগামী ১৮ এপ্রিল থেকে সবকটি আন্তঃদেশীয় ট্রেন আবারও নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করবে।