ল সিম্পোজিয়ামে দ্বিতীয় রানার্সআপ মেরিটাইম ইউনিভার্সিটি
- ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৫
নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ কর্তৃক আয়োজিত ল সিম্পোজিয়াম স্প্রিং ২০২৪ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের আইন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ ওয়াহী ও মো. আল মেহেদী হাসান তালুকদার সেকেন্ড রানার্সআপ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আইন বিভাগের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে এ আয়োজন করা হয়।
আন্ডারগ্র্যাজুয়েট ল সিম্পোজিয়াম ২০২৪ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর গবেষণাপত্র উপস্থাপন করে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফার্স্ট রানার্সআপ হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও সেকেন্ড রানার্সআপ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ।
মেরিটাইম ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আল মেহেদী হাসান তালুকদার তার এই সাফল্যের অনুভূতি প্রকাশ করে বলেন, এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা যোগাবে সামনে ভালো করার। আগামীতেও মেরিটাইম ইউনিভার্সিটির সুনাম অক্ষুণ্ন রাখার জন্য চেষ্টা করবো।