প্রবেশপত্রের নিচে মোবাইল রেখে গুগলে খুঁজছিলেন উত্তর, জাবিতে ভর্তিচ্ছু আটক
- ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
আটককৃত ওই ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন মিরাজ। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
জানা যায়, সমাজবিজ্ঞান অনুষদ ভবনের দ্বিতীয় তলার ২৮২ নম্বর কক্ষে ভর্তি পরীক্ষার শুরুতে সবাইকে মোবাইল ফোন সামনে রেখে যাওয়ার কথা বললেও মিরাজ রাখেননি। এরপর পরীক্ষা শুরু হলে তিনি প্রবেশপত্রের নিচে মোবাইল রেখে গুগলে সার্চ করে উত্তর লিখছিলেন। বিষয়টি দায়িত্বরত শিক্ষকের নজরে এলে উত্তরপত্র নিয়ে তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।
কর্তব্যরত শিক্ষক অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষায় যেকোনও ধরনের ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। সব পরীক্ষার্থীকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষা শুরু হলে দেখা যায় ওই ছাত্র প্রবেশপত্রের নিচে মোবাইল রেখে গুগলে সার্চ করে উত্তর লিখছিলেন। পরে নজরে এলে তার উত্তরপত্র বাতিল করা হয়। পরে তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্র তার অপরাধ স্বীকার করেছেন। ইতোমধ্যে আমরা ঢাকার আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমানকে জানিয়েছি। পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এছাড়া একই ইউনিটে চতুর্থ শিফটের এক পরীক্ষার্থী দ্বিতীয় শিফটে গণিত ও পরিসংখ্যান বিভাগে পরীক্ষা দিতে যাওয়ায় তার পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়।