ভুয়া ভুয়া স্লোগানে এবার বইমেলা থেকে বিতাড়িত হিরো আলম

আশরাফুল আলম ওরফে হিরো আলম

এবার দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত করা হয়েছে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। এর আগে দুয়োধ্বনি দেওয়া হয়  তিশা-মুশতাক দম্পতি ও সাবরিনাকে। 

আজ বুধবার ঘটনাটি ঘটে। এদিন বিকেল চারটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বইমেলায় নিজের লেখা বইয়ের প্রচারণা চালাচ্ছিলেন আলম। হঠাৎ একদল দর্শনার্থী তার উদ্দেশে ভুয়া ভুয়া, ছিঃ ছিঃ দুয়োধ্বনি দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে হিরো আলমকে বেরিয়ে যেতে সাহায্য করেন।

হিরো আলমের বইয়ের নাম ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’। বইটি কয়েক বছর আগে প্রকাশ পেয়েছে। মেলার ২১তম দিনে ওই বইয়ের প্রচারণা চালাতে গিয়ে ভুয়া ভুয়া, ছি: ছি: দুয়োধ্বনি শুনে বইমেলা ছাড়তে হলো এই কনটেন্ট ক্রিয়েটরকে।