বিশ্ব ইজতেমায় আসার পথে পুলিশের এএসআই নিহত

বিশ্ব ইজতেমায় আসার পথে পুলিশের এএসআই নিহত
বিশ্ব ইজতেমায় আসার পথে পুলিশের এএসআই নিহত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় ডিউটিতে আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) আমির হামজা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় বাসের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে ছিলেন ওই দুই পুলিশ সদস্য।

টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।