শহীদ তিতুমীরের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্র অধিকারের শীতবস্ত্র বিতরণ
- ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭
শহীদ মীর নিসার আলী তিতুমীরের ২৪২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ। আজ শনিবার (২৭ জানুয়ারি) দিনের প্রথম প্রহরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি আফতাব মাহমুদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে মহাখালীর আমতলী থেকে শুরু করে মহাখালীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বর্তমান কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নেওয়াজ খাঁন বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান সোহান।
এছাড়াও উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আল্লামা ইকবাল খাঁন দুর্জয়, সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতি সেলিম রেজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হাসান, যুগ্মসাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, আব্দুর রহমান রকি, দপ্তর সম্পাদক নীরব হাসান সুজন, অর্থ সম্পাদক জাহিদ হাসান।