নতুন করে জেএসসি-পিএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়নি: মন্ত্রণালয়
- ১১ আগস্ট ২০২৫, ১১:০৪
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ২০২৪ সালের জেএসসি এবং পিএসসি পরীক্ষা আগের নিয়মে অনুষ্ঠিত হবে, এমন তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। কেউ কেউ তাদের নিজেদের আইডি থেকে এ ধরনের পোস্ট করছেন।
তবে এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হতে সকলের প্রতি অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পেজে জানানো হয় বিষয়টি। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।