রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে কত আসন?

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন চলছে
রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন চলছে © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উত্তরাঞ্চলের উচ্চ শিক্ষার বাতিঘর নামে পরিচিত।প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মতিহারের সবুজ চত্বরে এর অবস্থান। এই বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের অধীনে রয়েছে মোট ৫৯টি বিভাগ। এছাড়াও রয়েছে দুইটি ইনস্টিটিউট।

প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নামক যুদ্ধে লাখ লাখ ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। ভর্তি হওয়ার সুযোগ পায় মাত্র কয়েক হাজার শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলছে।

এই বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে কতটি আসন রয়েছে তা অনেকেরই অজানা। জেনে নেওয়া যাক, রাবির ইউনিটভিত্তিক আসন সংখ্যার খুঁটিনাটি বিষয়ে..

কলা অনুষদ
এই অনুষদের ১২টি বিভাগের অধীনে রয়েছে মোট ৮৮৬টি আসন। এর মধ্যে দর্শন- ১১০, ইতিহাস- ১০০, ইংরেজি- ৯০, বাংলা- ৮০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ১০০, আরবি- ১১০, ইসলামিক স্টাডিজ- ১১০, নাট্যকলা- ১৫, সংগীত- ৩০, ফারসি ও ভাষা সাহিত্য- ৪৫, সংস্কৃত- ৫৬, উর্দু- ৪০টি আসন রয়েছে। 

আইন অনুষদ 
এই অনুষদের দুইটি বিভাগের অধীনে রয়েছে ১৬০টি আসন। এর মধ্যে আইন বিভাগে আসন রয়েছে ১১০ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৫০টি।

সামাজিক বিজ্ঞান অনুষদ 
এই অনুষদে এ বছর ৫টি আসন কমিয়েছে কর্তৃপক্ষ। এই অনুষদের ১০টি বিভাগের অধীনে রয়েছে মোট ৬৫৬টি আসন। এর মধ্যে অর্থনীতি- ১০০, রাষ্ট্রবিজ্ঞান- ১০০, সমাজকর্ম- ৭০, সমাজবিজ্ঞান- ৮০, গণযোগাযোগ ও সাংবাদিকতা- ৪০, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট- ৬৬, লোক প্রশাসন- ৫০, নৃবিজ্ঞান- ৫০, ফোকলোর- ৬০, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ- ৪০। 

চারুকলা অনুষদ
এ অনুষদের তিন বিভাগের অধীনে রয়েছে ১২০টি আসন। এর মধ্যে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র- ৪৫, মৃৎশিল্প ও ভাস্কর্য- ৩০ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ- ৪৫।

বিজনেস স্টাডিজ অনুষদ 
এই অনুষদে এ বছর ৫টি আসন বাড়ানো হয়েছে। অনুষদটির ছয় বিভাগের অধীনে রয়েছে ৪৭৫টি আসন। এর মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা- ১১০, ম্যানেজমেন্ট স্টাডিজ- ৮০, মার্কেটিং- ১১০, ফাইন্যান্স- ৮০, ব্যাংকিং ও ইনস্যুরেন্স- ৬০, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ- ৩৫।

বিজ্ঞান অনুষদ
এ অনুষদে এ বছর ২০টি আসন কমানো হয়েছে। অনুষদটির নয় বিভাগের অধীনে রয়েছে ৬২০টি আসন। এর মধ্যে গণিত- ১০০, পদার্থবিজ্ঞান- ৭০, রসায়ন- ১০০, পরিসংখ্যান- ৮০, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান- ৫০, ফার্মেসি- ৫০, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট- ৬০, ফলিত গণিত- ৮০ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ- ৩০।

আরও পড়ুন: রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন

জীববিজ্ঞান অনুষদ 
এই অনুষদে এ বছর ৫টি আসন বাড়ানো হয়েছে। অনুষদটির ছয় বিভাগের অধীনে আসন রয়েছে ৩০০টি। এর মধ্যে মনোবিজ্ঞান- ৬০, উদ্ভিদবিজ্ঞান- ৭০, প্রাণিবিদ্যা- ৮০, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি- ৩০, চিকিৎসা মনোবিজ্ঞান- ৩০ ও মাইক্রোবায়োলজি বিভাগ- ৩০।

কৃষি অনুষদ 
এ অনুষদে এ বছর ৪টি আসন বাড়ানো হয়েছে। এ অনুষদের দুই বিভাগের অধীনে রয়েছে ১১৬টি আসন। এর মধ্যে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন- ৬০ ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ- ৫৬।

প্রকৌশল অনুষদ 
এই অনুষদে ৫টি আসন কমানো হয়েছে। এ বছর এ অনুষদের পাঁচ বিভাগে রয়েছে ২৫১টি আসন। এর মধ্যে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল- ৭০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৪০, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ৪৬, ম্যারেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৫০ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ- ৪৫। 

ভূ-বিজ্ঞান অনুষদ
এই অনুষদের দুই বিভাগের রয়েছে ১৩০টি আসন। এর মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা- ৭০ এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ- ৬০।

ফিশারিজ অনুষদ
এই অনুষদের ফিশারিজ বিভাগের অধীনে রয়েছে ৫০টি আসন।

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ
এই অনুষদের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে রয়েছে ৫০টি আসন।

ইনস্টিটিউট 
এছাড়াও রাবিতে রয়েছে দুটি ইনস্টিটিউট। এই দুই অনুষদে রয়েছে ৯০টি আসন। ইনস্টিটিউড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ১০টি আসন কমিয়ে ৪০টি করা হয়েছে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউড (আই.ই.আর)- ৫০টি আসন রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১২টি অনুষদের ৫৯টি বিভাগে আসন রয়েছে ৩ হাজার ৮১৪টি এবং ২টি ইনস্টিটিডটে আসন রয়েছে ৯০টি (বিশেষ কোটা বাদে)। এছাড়াও বিশেষ কোটায় আসন রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৬১টি, শারীরিক প্রতিবন্ধী ১২২টি। মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা, নাতি/নাতনীর জন্য প্রতি বিভাগের আসন সংখ্যার ৫ শতাংশ, রাবিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পুত্র/কন্যার জন্য প্রতি বিভাগের আসন সংখ্যার ৪ শতাংশ।