প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন সাবেক শিক্ষা সচিব কামাল
- ১১ আগস্ট ২০২৫, ১১:০৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী। বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে ছয়জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। কামাল আব্দুল নাসের চৌধুরী ছাড়া বাকি পাঁচজন আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, ২০১৬ সালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হন কামাল আন্দুল নাসের চৌধুরী। ২০১৪ সালে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র হন।
এর আগে শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কামাল আব্দুল নাসের। ১৯৮২ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা কামাল আবদুল নাসের। তিনি একজন কবি। কামাল চৌধুরী নামে লেখালেখিও করেন তিনি।