রাবির দুই স্কুলে বই উৎসবের উদ্বোধন করলেন উপাচার্য
- ১১ আগস্ট ২০২৫, ১১:২৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ রাসেল মডেল স্কুল ও বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শেখ রাসেল স্কুলে উৎসবের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। পরবর্তীতে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন উপাচার্য।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এটি শুধু বই নয়, হাজার বছরের সঞ্চিত জ্ঞানের ভাণ্ডার। তার ভেতর থেকে নির্দিষ্ট কিছু বিষয় শিক্ষার্থীদের পাঠদান করানোর জন্য বেছে নেওয়া হয়। শিক্ষার্থীরা যেন বাস্তবতাকে ফেস করার উপযোগী হয়ে উঠতে পারে সেভাবে তৈরি করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীরা যেন মানবিক মানুষ হিসেবে গড়ে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রতি বছরের ন্যায় বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এবারও নতুন বই তুলে দেওয়ার ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।