নির্বাচনের আগমুহূর্তে কূটনীতিকদের সাথে বৈঠকের তারিখ ঘোষণা ইসির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস বা মিশনের প্রধান ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস বা মিশনের প্রধান ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে আগামী ৪ জানুয়ারি বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি।)

আজ সোমবার ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলমের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর এক হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হবে।

চিঠিতে উল্লিখিত কূটনীতিকদের আমন্ত্রণ জানাতে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করা হয়েছে।