
বিজয় দিবস উপলক্ষে প্রামান্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ইউল্যাব
- ২১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বিজয় দিবস উপলক্ষে একটি প্রামান্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে। রবিবার (১৭ ডিসেম্বর) ইউল্যাব ক্যাম্পাসে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস এন্ড হিউম্যানিটিসের ডিন অধ্যাপক ড. কায়সার হামিদুল হক।
তিনি বলেন, তরুণরাই ছিল মুক্তিযুদ্ধের আসল নায়ক এবং এখন মুক্তিযুদ্ধের পিছনের স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব ও তরুণদেরই।
তার বক্তব্যের পর মুক্তিযুদ্ধের উপর, বিটিভি নির্মিত, একটি প্রামান্যচিত্র প্রদর্শনী হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।