কাল প্রতীক পাবেন প্রার্থীরা, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ
- ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ রোববার (১৭ ডিসেম্বর) শেষ দিন। আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দ করা হবে। এরপর প্রচার শুরু করবেন প্রার্থীরা। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।
গত ১৫ নভেম্বর নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সে অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হয়। ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাই হয়েছে। ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল ও শুনানি হয়।
১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার করতে পারবেন প্রার্থীরা।
এবার ৩০০ আসনের জন্য দু’হাজার ৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়। বৈধ হয় এক হাজার ৯৮৫ জনের প্রার্থিতা। এরপর ছয় দিনে ৫৬০টি আপিল দাখিল হয় নির্বাচন কমিশনে। এর মধ্যে ৩৫টি ছিল বৈধতার বিরুদ্ধে।
আরো পড়ুন: নির্বাচক হতে চান আশরাফুল—যা জানালেন পাপন
শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান ২৮০ জন। বাছাইয়ে বৈধ হলেও প্রতিপক্ষের আপিলে প্রার্থিতা হারান পাঁচজন। সব মিলিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা দু’হাজার ২৬০ জন। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকে উচ্চ আদালতে যেতে পারবেন। সেখান থেকেও প্রার্থিতা ফেরার সুযোগ আছে।
বিএনপি ও তার মিত্ররা নির্বাচন বর্জন করেছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের শরিকসহ ২৮টি নিবন্ধিত দল অংশ নিচ্ছে। ৩০০ আসনের সব ক’টিতে স্বতন্ত্র প্রার্থী আছেন।