নগদ এক টাকাও নেই অধ্যাপক আরাফাতের
- ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭
ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতের দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দেয়া হলফনামায় উল্লেখ করেন তার নগদ কোনও টাকা নেই। তার আগে গত জুন মাসে একই আসনে উপনির্বাচনের সময় দাখিল করা হলফনামায় দেখা যায় তাঁর হাতে নগদ (ব্যাংক স্থিতিসহ) ছিল ৩ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা। ছয় মাসেই তাঁর সব টাকা শূন্যের কোটায় নেমে আসে।
তার স্ত্রীর আছে নগদ অর্থ এক কোটি ২৩ লাখ ৭১ হাজার যা আগে ছিল এক কোটি ১০ লাখ টাকা। এবারের হলফনামায় তাঁর কোনো আয় দেখানো না হলেও উপনির্বাচনের হলফনামায় তার ওপর নির্ভরশীলদের আয় ৩৮ লাখ ৭৮ হাজার টাকা দেখানো হয়েছিল।
এছাড়াও দেখা গেছে, মোহাম্মদ এ আরাফাতের বর্তমান বার্ষিক আয় এক কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা। তার আগে আয় দেখিয়েছিলেন ১ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬০৫ টাকা। শেয়ার রয়েছে এক কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৪৬৩ টাকার। আগে এর পরিমাণ ছিল ১ কোটি ২৯ লাখ টাকার। এ ছাড়া তার আগের মতোই ১৭ লাখ ২০ হাজার টাকার গাড়ি, ছয় লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে এবং ২ কোটি ৭০ লাখ টাকা অ্যাপার্টমেন্ট রয়েছে।
আরাফাতের নিজ নামে ঋণ এক কোটি ১০ লাখ ২৩ হাজার ৯১৩ টাকা যা আগে ছিলে এক কোটি ১৭ লাখ ৬১ হাজার ৩৮৬ টাকা। তাঁর স্ত্রীর ঋণ আছে ৮ লাখ টাকা।