অবরোধের সমর্থনে মগবাজারে ছাত্রদলের মিছিল
- ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯
বিএনপির ডাকা নবম দফার অবরোধের দ্বিতীয় দিনে আজ সোমবার রাজধানীতে মিছিল বের করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম সহ সভাপতি তানজিল হাসান এর নেতৃত্বে দুপুরে মিছিলটি রেড ক্রিসেন্ট থেকে শুরু করে মগবাজার রেল গেইটে এসে শেষ হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, রুহুল আমিন হিমেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাকিন আল মামুন পিয়াল।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আলামিন মৃধা, সাইফুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক সজিব মৃধা, সাদেক হোসেন, সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম আকনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।