ঢাবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
- ১২ আগস্ট ২০২৫, ১৩:০২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজ কল্যান ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে একই ইন্সটিটিউটের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্ত কমিটির প্রধান হিসেবে আছেন আইন অনুষদের ডিন অধ্যাপক সীমা জামান। সদস্য হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ এবং সহকারী প্রক্টর সঞ্চিতা গূহ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, যৌন হয়রানির দায়ে সমাজ কল্যানের অভিযুক্ত অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেট মিটিংয়ে তদন্ত কমিটি গঠন লরা হয়েছে। কমিটির তদন্তের ভিত্তিতে পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।