একসঙ্গে দুটি চাকরি করার সুযোগ দিচ্ছে সৌদি আরব
- ১৩ আগস্ট ২০২৫, ১৬:০৮
সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ‘বেসরকারি খাতের কর্মজীবীরা একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন।’রোববার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজ ও আরব টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, এখন থেকে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন বেসরকারি খাতের কর্মীরা। এক্ষেত্রে চুক্তিপত্র ও আইনগতভাবে কর্মীদের সব সুবিধা নিশ্চিত করা হবে। আগে একাধিক কাজ করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তার আর থাকবে না বলেও জানানো হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে চাকরির বাজার ঢেলে সাজাচ্ছে সৌদি আরব। ফলে চাকরির বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তোলার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। বেসরকারি খাতের পৃষ্ঠপোষকতা বাড়াতে ব্যাপক সংস্কারও করা হচ্ছে।