আওয়ামী লীগের মনোনয়ন পাননি ব্যারিস্টার সুমন
- ১৩ আগস্ট ২০২৫, ১৬:১৪
হবিগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন হাই কোর্টের আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন। তিনি গত সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু এ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সুমন।
রোববার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ৭ জানুয়ারির ভোটকে সামনে রেখে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিন মনোনয়নে আগ্রহীদের কাছে ফরম বিক্রি করে ক্ষমতাসীন দল। ৩০০টি আসনের বিপরীতে ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন নেতা।