বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিএসএমএমইউ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। রেসিডেন্সি ফেইজে মার্চ-২০২৪ কোর্সে ভর্তির জন্য এ পরীক্ষা নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়। এ বছর এক হাজার ৫৮৪টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর ছিলেন ৭ হাজার ৫৭৯ জন। পাঁচ অনুষদের মধ্যে মেডিসিনের ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর ছিলেন ২ হাজার ৬১৮ জন।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি: এখনই যে সিদ্ধান্ত নিতে হবে ভর্তিচ্ছুদের

এ ছাড়া সার্জারি অনুষদে ৬৩৯ আসনের বিপরীতে ৩ হাজার ৫৩৪, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যালের ১৯৬ আসনের বিপরীতে ৩৭৭, ডেন্টালের ৮২ আসনের বিপরীতে ৩৯১ জন এবং শিশু অনুষদে ১৪৭ আসনের জন্য ৬০৯ জন পরীক্ষায় অংশ নেন। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।