কমলাপুর এলাকায় ছাত্রদলের মিছিল
- ১৪ আগস্ট ২০২৫, ১২:১০
অবরোধের সমর্থনে রাজধানীর কমলাপুরে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মিছিলটি বিশ্বাস বিল্ডার্স এলাকা থেকে কমলাপুর অভিমুখে গেলে পুলিশের বাধায় পন্ড হয়ে যায় বলে নেতা-কর্মীরা জানিয়েছেন।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তানজিল হাসান, যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, সদস্য আনিছুর রহমান খান, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, ফরিদ উদ্দিন রাজ, আল আমিন মৃধা, সজিব মৃধা, সাদেক হোসেন, মেহেদী হাসান, আবদুর রহিম, নাজমুল হাসান পাপন, জহিরুল ইসলাম শুভ, রাশেদুল ইসলাম, আরিফ সিকদার, জুনায়েদ ইভান শান্ত, ইয়াসিন প্রমুখ।