ঢাবির ডাকসু ও রেজিস্ট্রার ভবনের ফটকে ছাত্রদলের তালা
- ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯
বিএনপির ঘোষিত হরতাল কর্মসূচি সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ও রেজিস্ট্রার ভবনের ফটকে তালা লাগিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় প্রতিটি ফটকে হরতালের সমর্থনে ব্যানার টানানো হয়েছে। আজ রোববার (১৯ নভেম্বর) ভোরে এসব ব্যানার টাঙানো হয়।
রেজিস্ট্রার ও ডাকসু ভবনের গেটে টানানো ব্যানারে লেখা হয়েছে, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে তালাগুলো লাগানো হয়।
আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ‘আজ ভোরে ঢাবির দুটি গেটে তালা ঝুলিয়েছি। রেজিস্ট্রার ভবনে তালা দেওয়ার মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, তারা আওয়ামী লীগের রক্ষাকবজ না হয়ে নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা করুক। ছাত্রলীগের পৃষ্ঠপোষক না হয়ে সাধারণ শিক্ষার্থীদের হয়ে তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।’
আরো পড়ুন: যমুনা এক্সপ্রেসের তিন বগিতে আগুন
তিনি বলেন, ‘প্রশাসন যেন ছাত্রলীগবান্ধব না হয়ে শিক্ষার্থীবান্ধব হয়। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা না ভেবে ক্লাস-পরীক্ষা চলমান রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
ডাকসু ভবনে তালা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অকার্যকর ডাকসু ভবনকে নতুন করে সচল করে তোলা এবং পুনরায় নির্বাচনের জন্য আমরা ডাকসু ভবনে তালা দিয়েছি।’