কখনও স্কুলেই যাননি ক্যাটরিনা!
- ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২
ক্যাটরিনা বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। যদিও তিনি বিদেশি কিন্তু বর্তমানে ভারতীয় সিনেমায় অবদান রাখছেন ক্যাটরিনা এবং পাকাপাকিভাবে এখানেই বসবাস করছেন। বেশিরভাগ বলিউডের নায়ক এবং নায়িকা হওয়ার স্বপ্ন দেখে স্কুলের গণ্ডি না পেরোতেই। অনেকেই হয়তো জানেন না, ক্যাটরিনা কাইফ কখনো স্কুলে যাননি।
হিন্দি ছবির ঝলমলে বৃত্ত অনেক স্টারকেই পড়াশোনায় ইতি টানিয়েছে। মাঝপথে কলেজ ছেড়ে পাকাপাকিভাবে অভিনয়ে মন দিয়েছেন বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী। বলিউডের তারকা আর তাদের পড়াশোনার তালিকায় চমকে দেয়া নাম অবশ্যই ক্যাটরিনা কাইফের। না, অসাধারণ কোনও ডিগ্রি নয়। বরং উল্টোটা। ক্যাটরিনা কাইফ কখনও স্কুলের গণ্ডিই পেরোননি।
১৯৮৩ সালের ১৬ জুলাই হংকংয়ে জন্ম ক্যাটরিনার। তাঁর মা ছিলেন ব্রিটিশ সমাজকর্মী, বাবা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী। ক্যাটরিনা যখন খুব ছোট, তখন তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়। মায়ের সঙ্গে ছোটবেলাটা পৃথিবীর বিভিন্ন দেশে কেটেছে ক্যাটরিনার। এ জন্য কোনো স্কুলেই ভর্তি হওয়া হয়নি ক্যাটরিনার।
তার মা অবশ্য মেয়ের জন্য বাসায় শিক্ষক রেখে পড়াশোনার বন্দোবস্ত করেছিলেন। তার এবং তার বোনেদের শিক্ষার জন্য হোম টিউটর নিযুক্ত করা হয়েছিল। তাদের কোনও ডিগ্রি নেই।
মাত্র ১৪ বছর বয়সে মডেলিং শুরু করেন ক্যাটরিনা। এর কিছুদিন পরই লন্ডনভিত্তিক নির্মাতা কাইজাদ গুস্তাবের চোখে পড়েন। তাঁর পরিচালনায় ২০০৩ সালে ‘বুম’ সিনেমায় সুযোগ পান ক্যাটরিনা। এ সিনেমায় ছিলেন অমিতাভ বচ্চনও।
আরও পড়ুন: ভেঙে গেছে উপস্থাপক রাফসান সাবাব ও ডাক্তার সানিয়া এশার সংসার
এদিকে, আগামীকাল (১২ নভেম্বর) মুক্তির অপেক্ষায় থাকা মনীশ শর্মার ‘টাইগার থ্রি। এই ছবির ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা বাড়িয়েছে। ফের একসঙ্গে পর্দা ভাগ করবেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ।