সরকারি কর্ম কমিশনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
আলোচনা সভায় বক্তারা ভাবগাম্ভীর্যপূর্ণ এবং শোকাবহ পরিবেশে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন। স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদান বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব বেগম আকতারী মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সব কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।